ইসরায়েলি বর্বরতায় রক্ষা পায়নি ৮ মাসের শিশুটিও !

Gaza protests: Eight-month-old Palestinian baby 'dies from tear gas inhalation' after 'massacre' at border 8-month-old child was not spared for the killing of Israeli soldiers on the Gaza border! A Palestinian mother cried crying on the chest to the dead baby. According to several international media, the child breathed the Israeli army's tear gas, breathed his life, the child died. It is known that there are 8 children under the age of 16 innocent Palestinians fired by Israeli soldiers. The youngest of them was Lilar. The baby had just passed in eight months. Meanwhile, on Tuesday, the United Nations condemned the incident in Russia also China. Moreover, the killing of Israeli soldiers is the highest violation of human rights and it is war crimes, said London-based human rights organization Amnesty International. The country's Health Ministry has said that the child died due to Israeli tear gas in protest during the inauguration of the US embassy in Tel Aviv. Turkey has described the incident as a massacre after the Israeli soldiers were shot dead by Palestinians. And Egypt has accused Israel of targeting Palestinian civilians. United Nations Human Rights Commissioner Jed Bin Rade Jed al-Hussein said those who are responsible for this abusive human rights violation must be accountable. Palestinian officials say the Israeli army fired on Palestinian demonstrators just hours before the American embassy was removed from Tel Aviv to Jerusalem. Palestinian protests are going on in the Gaza-Israel border over the last few weeks. Israel welcomes decision to remove US embassy But many countries around the world, including Europe, have been strongly condemned.  Palestinians have been protesting against Tel Aviv's decision to move the US embassy to Jerusalem.

Gaza protests: Eight-month-old Palestinian baby dies from tear gas inhalation after ‘massacre’ at border

Eight-month-old Palestinian baby 'dies from tear gas inhalation' after 'massacre' at border

ইসরায়েলি বর্বরতায় রক্ষা পায়নি  ৮ মাসের শিশুটিও !

গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ডের ঘটনায় ৮ মাসের শিশুটিও রেহাই পেল না! এক ফিলিস্তিনি মা প্রাণহীন শিশুকন্যাকে বুকে নিয়ে অঝোরে কাঁদছিলেন। 

বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলি সেনাদের কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায় শিশুটি।

জানা যায়, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত নিরপরাধ ফিলিস্তিনির মধ্যে ১৬ বছরের কম ৮টি শিশুও রয়েছে। যাদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল লাইলার। শিশুটি সবে আট মাসে পা দিয়েছিল।
Eight-month-old Palestinian baby 'dies from tear gas inhalation' after 'massacre' at border

এদিকে, গতকাল মঙ্গলবার জাতিসংঘে এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়াও চীন। তাছাড়া, ইসরাইলি সেনাদের এ হত্যাকাণ্ড মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শিশু লাইলার'র ব্যাপারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর উদ্বোধনের সময় বিক্ষোভে ইসরাইলি কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।

ইসরায়েলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার পর তুরস্ক এ ঘটনাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছে। আর মিশর অভিযোগ করেছে, ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন বলেছেন, যারা এ জঘন্য মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

এ ব্যাপারে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গত কয়েক সপ্তাহ ধরেই গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলছে।

তবে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। কিন্তু ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।

 তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে

আরও পড়ুণঃ"তাসফিয়া"র মৃত্যুতে এখন সন্দেহের তীর আদনানের বন্ধু সোহেলের দিকে!


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget