বিদ্যুৎ নেই ঢাবির দুই হল ও এক অনুষদে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল ও একটি অনুষদে সকাল থেকে বিদ্যুৎ নেই। একই সঙ্গে আজ বুধবার অন্যান্য ভবন ও বিভিন্ন হলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
ঢাবি প্রশাসন বলেছে, ক্যাম্পাসের কয়েকটি জায়গায় বিদ্যুতের সমস্যা রয়েছে। সেগুলো ঠিক করার কাজ চলছে।
ক্যাম্পাসে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ, পল্লী কবি জসীমউদদীন ও পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে সকাল থেকে বিদ্যুৎ নেই। এ ছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক, বিজয় একাত্তর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাস্টারদা সূর্য সেন হলে ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা করছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের অফিস সহকারী মো. ইসমাইল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদে সকাল ৭টা থেকে বিদ্যুৎ নেই। জেনারেটর ব্যবহার করে আমাদের অফিস কার্যক্রম চালাতে হয়েছে। অন্যদিনের মতো আজ বিদ্যুৎ না থাকায় একাডেমিক কার্যক্রম আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের এক শিক্ষিকা বলেন, ‘সেখানে সকাল ৭টা ৩ মিনিটে বিদ্যুৎ গেছে, এখনো আসেনি। বিদ্যুৎ না থাকায় গরম তো আছেই। বিদ্যুৎ না থাকায় পানিও শেষ হয়ে গিয়েছে। আর আমরা অফিশিয়ালি কোনো কাজও করতে পারছি না।’
এ ছাড়া জসীমউদদীন হলের এক কর্মচারী জানান, সেখানেও বিদ্যুৎ নেই। সকাল ৭টার পরে বিদ্যুৎ চলে গেছে, এখনো আসেনি। তাই হলের বাইরে বসে রয়েছেন তিনি।
বিভিন্ন হলের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন ভবনে বিদ্যুৎ গেলে আর আসে না। অনেক দেরি করে বিদ্যুৎ এলেও ১০-১৫ মিনিট পর আবার চলে যায়। এ ছাড়া কোনো কোনো হলে বিদ্যুৎ সকালে গিয়ে দুপুরে এসেছে। আবার বিকেলে গিয়ে সন্ধ্যায় আসে।
এদিকে, গরমের কারণে আজ সন্ধ্যার পর বিভিন্ন হলের শিক্ষার্থীদের বাইরে ফাঁকা জায়গায় অবস্থান করছেন। তাঁদের একজন জসীমউদদীন হলের তাসনিম। তিনি বলেন, ‘হলে প্রচণ্ড গরম। তাতে আবার কারেন্ট নেই। তাই এখানে বসে আছি।’
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম আবু মুছা চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘টিএসসির দিকে চারুকলা হয়ে জসীমউদ্দীন, ইন্টারন্যাশনাল হল ও ব্যবসায় শিক্ষা অনুষদের সংযোগটি নষ্ট হয়েছে। কবি নজরুলের মাজারের ওখানে আমাদের মেইন লাইন। তো ওটার সমস্যাটা ঠিক করা হয়েছে। তবে চারুকলার সামনে রাস্তায় সমস্যা হয়েছে। ওটা এখন খুঁড়বে, তারপরে ঠিক করবে। আশা করছি, আজ রাতেই সেটি ঠিক হয়ে যাবে।’
প্রক্টর বলেন, ‘বিদ্যুৎ না থাকায় বিভিন্ন হলে পানির সমস্যা ছিল, সেটি ঠিক করা হয়েছে। ইন্টারন্যাশনাল হলে পানির সমস্যা সম্পর্কে জানি না।’