ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ইরফান

পিএসএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি দীর্ঘদেহী বোলার মোহাম্মদ ইরফান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ট্রাইব্যুনালের সামনে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। এরপরই তাঁকে সাময়িক নিষিদ্ধ করল পিসিবি। আগামী ১৪ দিনের মধ্যে নিজের সপক্ষে যুক্তি পেশ করতে হবে ইরফানকে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এর আগে পিএসএলের এবারের আসরে ম্যাচ গড়াপেটার দায়ে সাময়িক নিষিদ্ধ হন শারজিল খান ও খালিদ লতিফ। পিএসএল শুরুর পরেই তাঁদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে চার বলে মাত্র এক রান করেন শারজিল। তার চেয়ে বড় কথা হচ্ছে, বেশ দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। খালিদ লতিফের ফোন ও ল্যাপটপ তদন্ত করে ম্যাচ ফিক্সিংয়ের আলামত পাওয়া গেছে।
এরপর একই অভিযোগ ওঠে ইরফানের বিরুদ্ধেও। বুকিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে স্বীকার করেন ইরফান। তবে এ কথা ক্রিকেট বোর্ডকে জানাননি তিনি। এই কারণেই বোর্ড তাঁকে নিষিদ্ধ করল। বোর্ডের নিয়ম হচ্ছে, যদি কেউ কারো কাছ থেকে অন্যায় প্রস্তাব পান, তাহলে দ্রুতই সেটা কর্তৃপক্ষকে জানাতে হবে। ইরফান সেটা করেননি।
তবে আত্মপক্ষ সমর্থনে ইরফান জানান, বাবার মৃত্যুর কারণে যথাসময়ে অভিযোগ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এদিকে একই ঘটনায় নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন শারজিল খান ও খালিদ লতিফ। ২০১০ সালে অভিষেকের পর এ পর্যন্ত পাকিস্তানের হয়ে চারটি টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইরফান।