জলিকে নিয়ে লন্ডনে যাচ্ছেন বাপ্পী

আগামী ২০ তারিখ নায়িকা জলিকে নিয়ে লন্ডনে যাচ্ছেন নায়ক বাপ্পী। ‘রাজ : দ্য নিউ সুলতান’ ছবির শুটিংয়ের প্রয়োজনেই লন্ডন যাচ্ছেন তাঁরা। ছবিটি পরিচালনা করছেন সালমান বিন আকরাম।
বাপ্পী বলেন, ‘আমরা এই ছবির শুটিং করব লন্ডনে। সাধারণত সবাই গানের শুটিং করার জন্য লন্ডনে যান। কিন্তু আমরা যাচ্ছি ছবির শুটিংয়ের প্রয়োজনে। আমাদের বেশ কয়েকদিন সেখানে শুটিং করতে হবে। তা ছাড়া বাংলাদেশেও ছবির শুটিং হবে।
জলির কাজের অভিজ্ঞতা জানিয়ে বাপ্পী বলেন, ‘আমি এরই মধ্যে জলির সঙ্গে একটি ছবির কাজ প্রায় শেষ করেছি। অনেক ভালো অভিনয় করেন তিনি। তা ছাড়া আরেকটি মিল আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আমি ও জলি, দুজনই জাজ মাল্টিমিডিয়া থেকে এসেছি। যে কারণে আমাদের মাঝে আলাদা একটা সম্পর্ক রয়েছে।’
ছবির পরিচালক সালমান বিন আকরাম বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনেই আসলে লন্ডনে শুটিং করব। আগামী ২০ তারিখ আমরা বাংলাদেশ থেকে রওনা হব। একেবারেই অ্যাকশন ঘরানার একটি ছবি হবে এটি। আশা করি দর্শক পছন্দ করবে।’
এরই মধ্যে জলির সঙ্গে আরো দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়ক বাপ্পী। ছবি দুটি হলো ‘ডেঞ্জার জোন’ ও ‘অচেনা পৃথিবী’।