উদ্ভাবনী শটে বিশ্বকাপ দলে নুরুল হাসান

পরীক্ষা-নিরীক্ষার জিম্বাবুয়ে সিরিজে অভিষেকের পর ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি নুরুল হাসান। তবে তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ওপর দারুণ আস্থা রয়েছে নির্বাচকদের। ফারুক আহমেদ মনে করছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে খুব কার্যকর ক্রিকেটার হতে পারেন নুরুল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 01:04 PM
Updated : 3 Feb 2016, 03:43 PM

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চারটি ম্যাচেই খেলেন ২২ বছর বয়সী নুরুল। তিন ইনিংসে ব্যাট করে দুটিতে অপরাজিত ছিলেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ৩০, সব মিলিয়ে করেন ৫২ রান। চার ম্যাচে তার ডিসমিসাল হল একটি স্টাম্পিং।
 
শেষের ঝড় তোলার জন্য একজন মারকুটে ব্যাটসম্যানের অভাব অনেক দিন ধরেই অনুভব করছে বাংলাদেশ। নুরুলের মধ্যে অনেকেই দেখছেন তার সমাধান। নুরুল দলে থাকলে মুশফিকুর রহিমও গ্লাভস ছেড়ে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবেন। 
 

আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে নিজের সামর্থ্য সেভাবে তুলে ধরতে না পারা নুরুলকে আরও সুযোগ দিতে চান ফারুক। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময় নুরুলের ওপর তাদের আস্থা থাকার কথা জানান সাবেক এই অধিনায়ক।
“এখনও আমাদের ওই ভাবে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ নাই। কিন্তু গত দুই বছর ধরে (নুরুল) সোহান ‘এ’ দলে খেলছে। উইকেটরক্ষক এখন যারা আছে তাদের মধ্যে সে অন্যতম সেরা। ব্যাটিংয়ে তার কিছু আলাদা গুণ আছে, সে উদ্ভাবনী কিছু শট খেলে। আমরা মনে করি, এই সংস্করণে সে খুব কার্যকর হবে।”